লোকসভা নির্বাচনের উত্তর মালদার প্রার্থী নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস নেতৃত্ব।

হক জাফর ইমাম(মালদা) আগামী লোকসভা নির্বাচনের উত্তর মালদার প্রার্থী নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস নেতৃত্ব। শনিবার বিনয় সরকার অতিথি আবাসে জেলা কংগ্রেসের সভাপতি কে হবেন তা নিয়ে একটি মিটিং হয়। সেই মিটিং শেষে কংগ্রেসের প্রার্থী নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক মুস্তাক আলম। আপাতত নির্বাচন পর্যন্ত জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাবেন দক্ষিণ মালদার সংসদ আবু হাসেম খাঁন চৌধুরী। কার্যকরী সভাপতি দায়িত্ব পেয়েছেন বিধায়ক মুস্তাক আলাম ও অর্জুন হালদার।
মিটিং শেষেদক্ষিণ মালদার সংসদ আবু হাসেম খাঁন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, জেলা কংগ্রেসের সভাপতি দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। কার্যকরী জেলা সভাপতি দায়িত্বে থাকছেন অর্জুন হালদার ও মুস্তাক আলাম। উত্তর মালদা প্রার্থী হিসাবে ইশা খানের নাম প্রস্তাবের ব্যাপারে তিনি জানান, বিষয়টি তাহার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এ বিষয়ে তারা সাধারণ মানুষের মতামত নেবেন। মতামত অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হবে। ইশা খান জানান, আজকের মিটিং এর বিষয় ছিল জেলা কমিটির সভাপতির দায়িত্ব কে সামলাবে। পিসিসি চিঠি থেকে জানা যায় আপাতত নির্বাচন পর্যন্ত জেলা কংগ্রেসের সভাপতি থাকছেন দক্ষিণ মালদার সংসদ আবু হাসেম খান চৌধুরী মিটিংয়ে কয়েকজন প্রার্থী নিয়েও আলোচনা করতে চান তবে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।বিধায়ক মুস্তাক আলম জানান, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মৌসম তৃণমূলের দিকে ঝুঁকে পড়ে ছিলেন। তারা বিষয়টি শীর্ষ নেতাদের কে জানিয়েছিলেন। তবে মৌসমের সাথে কোন এমএলএ বা ব্লক সভাপতি দলত্যাগ করেননি। ঈশা খানের প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি জানান, এখনো পর্যন্ত চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হয়নি। হাই কমান্ড প্রার্থী তালিকা ঘোষণা করলেই উত্তর মালদার কংগ্রেসের কে প্রার্থী হবে তা পরিষ্কার হবে।

error: Content is protected !!