রাহুলের পরে কংগ্রেস সভাপতি কে? জল্পনা তুঙ্গে

কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। এরপরে কে হাল ধরবেন কংগ্রেসের সেই নিয়েই এখন জোর জল্পনা কংগ্রেস শিবিরে। রাহুল গান্ধীর ‘বিকল্প’ খুঁজতে দলের অন্দরেই দ্বিধাবিভক্ত শীর্ষ নেতৃত্ব । দলের একাংশ চাইছেন, অভিজ্ঞ এবং পোড় খাওয়া নেতাই হোক দলের পরবর্তী সভাপতি, আবার অনেকেই চাইছেন সভাপতি পদে নতুন মুখ আনা হোক।  পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতা অমরিন্দর সিং আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘কংগ্রেসে তাজা রক্ত চাই। তাঁর ক্যারিশ্মায় দলের শীর্ষ নেতৃত্ব তো বটেই, তৃণমূল স্তরের কর্মীরাও উদ্বুদ্ধ হবেন।’ ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটে জানান, রাহুলের ইস্তফা দুর্ভাগ্যজনক। রাহুলের মতোই এমন কেউ তরুণ সভাপতি হোন, তিনি কংগ্রেসকে নতুন দিশা দেখাতে পারে। কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির কাছে তাঁর পরামর্শ, তরুণ মুখই দলের গতি আনতে পারে। দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ ৩৫ বছরের নীচে। তাঁদের মূল স্রোতে ফেরাতে তরুণ মুখের প্রয়োজন বলে মনে করেন বলে দাবি অমরিন্দরের।

কংগ্রেস সূত্রে খবর তরুন তুর্কি নয় অভিজ্ঞদের সভাপতি পদের জন্য বেছে নিতে পারে হাত শিবির। এখানে সভাপতি পদে নাম উঠে আসছে দুজনের। সুশীল কুমার শিন্ডে এবং মল্লিকার্জুন খাড়গে। এখন দেখার কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

error: Content is protected !!