রাফাল মামলার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

 গত ডিসেম্বরে রাফাল মামলায় কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদনও বৃহস্পতিবার খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ, প্রশান্ত ভূষণদের আবেদনের সারবত্তা নেই।

তিন বিচারপতির বেঞ্চে দু’রকম রায় লেখা হয়। বিচারপতি কাউল যে রায় পড়ে শোনান, তাতে সহমত পোষণ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সেই রায়ে ললিতাকুমারি মামলার প্রসঙ্গে তুলে আনেন বিচারপতি। অন্য দিকে অন্য একটি রায়ে এই মামলার পুনর্বিবেচনার আইনি ক্ষেত্র স্বল্প বলে ব্যাখ্যা করেন বিচারপতি কেএম জোসেফ। তবে, সর্বসম্মতিতে রাফাল দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।

error: Content is protected !!