রান ফর গ্রিন আগরতলার অঙ্গ হিসেবে রবিবার এক ম্যারাথন দৌড়ের

আগরতলাঃ প্রতিটি ব্যক্তি যখন স্বতঃস্ফুর্ত ভাবে সবুজায়ন এবং স্বচ্ছতার প্রতি সচেতন থাকবেন তখন আপনা থেকে সবুজ আগরতলা তৈরী হবে। রান ফর গ্রিন আগরতলার অঙ্গ হিসেবে রবিবার এক ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান শ্লোগানকে সামনে রেখে এই র‍্যালীতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী । তিনিও প্রতিযোগীদের সঙ্গে সমান তালে দৌড়েছেন এই ম্যারাথন র‍্যালীতে। র‍্যালীটি উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে শুরু করে বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয়। আগামী জুলাই গোটা দেশে পালন হতে চলেছে বন সপ্তাহ। কিন্তু এর আগেই এই রাজ্যে সবুজায়নের বিভিন্ন কার্যকলাপ শুরু হয়ে গেছে। এমনকি মুখ্যমন্ত্রীর হাত ধরে শনিবার এক মিনিটে ছয় হাজার পাঁচশ গাছ লাগানোর মতও কর্মসূচী সম্পন্ন হয়ে গেছে।

error: Content is protected !!