রাজ্যে আসছেন মোদী, নিরাপত্তার চাদরে মোড়া গোটা শহর

আগরতলাঃ আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর ৩টে বেজে ২০ মিনিটে বিশেষ বিমানে আগরতলার বীরবিক্রম মাণিক্য বিমানবন্দরে নামবেন তিনি। রাজ্যে এসে প্রথমেই বিমানবন্দরে মহারাজা বীর বিক্রমের বাহাদুরের মর্মর মূর্তির উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই বিমানবন্দরে বসানো হয়েছে সেই মূর্তি। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন শিল্পীরা। মূর্তি উদ্বোধনের পর সেখান থেকে সড়কপথে সোজা চলে যাবেন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। রিমোট কন্টোলের মাধ্যমে টি আই টি , আই টি আই বিল্ডিং এর দ্বারঘোটন করবেন প্রধানমন্ত্রী। এবং গর্জি থেকে বিলোনিয়া পর্যন্ত রেললাইনের সূচনা করবেন তিনি। এরপর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যে আসবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সুরেশ প্রভু। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাংকি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অনান্য নেতৃবৃন্দরা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর থেকে নামার পর সড়কপথে স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন তিনি। সেই সড়কপথের দুধারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। যেখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারন মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। পাশাপাশি বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তায় দুধারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ময়দান চত্বর পুরো ঘিরে ফেলেছে রাজ্য পুলিশ। সাথে রয়েছে টি এস আর ও কেন্দ্রীয় বাহিনী। মাঠের নিরাপত্তা পুরোপুরি চলে গেছে এস পি জির হাতে। তাঁরাই পুরো মাঠের ভিতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাধারন মানুষ বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।  

error: Content is protected !!