যোগীর রাজ্যে মিলল ৩৫টি গরুর মৃতদেহ

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে একই জায়গায় মিলল একাধিক গরুর মৃতদেহ। এছাড়াও অনেকগুলি গরুর চিকিৎসা চলছে। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যোগীর রাজ্যে।  

কাজের ফাঁকে গোমাতাকে চারা খাওয়ানোই প্রধান কাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু সেই যোগীর রজ্যের গোশালাতেই মারা গেল ৩৫টি গরু। তাও আবার একইদিনে। সঙ্কটজনক অবস্থায় চিকিত্‍সা চলছে আরও বেশ কিছু গরু-বাছুরের।

ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রয়াগরাজের কান্দি গ্রামের একটি অস্থায়ী গোশালায়। জানা গেছে, গোশালার অবস্থা খুব ভাল ছিল না। জোরে বৃষ্টি হচ্ছিল। আর খোলা জায়গায় থাকায় গরুগুলিকে বৃষ্টিতে ভিজতে হয়। সেই সময় বজ্রবিদ্যুত্‍‍-সহ বৃষ্টিতে মৃত্যু হয় তাদের। যদিও স্থানীয় বাসিন্দারাএই দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, গত দু’‌তিনদিনে প্রয়াগরাজে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিই হয়নি। উল্টে গোশালার অস্বাস্থ্যকর পরিবেশই গরুগুলির মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, গরুগুলিকে ঠিক মতো খেতে দেওয়া হয় না। দেওয়া হয় না জলও

error: Content is protected !!