যথাযথ মর্যাদায় কমলপুরে পালিত হলো বিরসা মুন্ডার জন্মদিন

বাদল দেব(কমলপুর) স্বাধীনতা আন্দোলনে মুণ্ডা বিদ্রোহ ইতিহাসের পাতায় আখ্যায়িত রয়েছে। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিরসা মুন্ডা। বৃহস্পতিবার পালিত হলো স্বাধীনতা সংগ্রামে বিরসা মুন্ডার ১৪৪তম জন্মদিন । বিরসা মুন্ডা ভারতবর্ষের গর্ব । বিধায়ক বক্তা আশিস দাস। স্বাধীনতা আন্দোলনে মুন্ডা বিদ্রোহের অন্যতম বিরসা মুন্ডার ১৪৪ তম জন্মজয়ন্তী কে সামনে রেখে বৃহস্পতিবার ধলাই জেলার কমলপুর মহাকুমার কার্তিক গ্রামে মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

 জ্ঞানজ্যোতি সামাজিক সংস্থার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস দাস, সমাজসেবী পরিতোষ চক্রবর্তী ,অসীম বনিক, মুন্ডা সমাজের বিশিষ্ট ব্যক্তি বাবুলাল মুন্ডা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস দাস বলেন বিরসা মুন্ডা শুধু মুন্ডা সম্প্রদায়ের গৌরব নন প্রত্যেক ভারতবাসীর গৌরব। স্বাধীনতার এত বছর পরও বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের এগুতে দিচ্ছে না। এর জন্য বিরসা মুন্ডার মত অক্ষয় বীর স্বাধীনতা সংগ্রামী আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে মুন্ডার সম্প্রদায়ভুক্ত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

error: Content is protected !!