মুখ্যমন্ত্রী সারা বাংলাকে মদের নেশায় নিমজ্জিত করার খেলায় নেমেছেনঃ মুকুল রায়

হক জাফর ইমাম(মালদা)‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মানুষকে মদে নিমজ্জিত করে দিতে চাইছেন ৷ উন্নয়ন এখানে নেই৷দলীয় কর্মসূচিতে মালদায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়কে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায় ৷ “গণতন্ত্র বাঁচাও” যাত্রার নামে দলের রথযাত্রা কর্মসূচি সফল করতেই বুধাবার মালদায় আসেন তিনি ৷  মুকুল রায় বলেন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাজ মদ বিক্রি করা৷ তিনি চাইছেন মদের নেশায় সবাইকে নিমজ্জিত করে দিতে৷ এভাবেই বাংলায় রাজ করতে চান তিনি ৷”

মালদা সফরে দলীয় কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই মুকুল রায়ের নিশানায় ছিলো মুখ্যমন্ত্রী। ৭ জন শবরের মৃত্যু নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি একদা তৃনমূলের  ২ নম্বর সেনাপতি।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “বাংলায় যে উন্নয়ন নেই তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে লালগড়৷ সেখানে ৭ জন শবর শুধুমাত্র মদ্যপান করে মারা গিয়েছেন ৷ এই মমতাই একসময় বুদ্ধ জমানায় বলতেন, রাম রাজ মে ঘি মিলি কৃষ্ণরাজ মে দুধ, বুদ্ধ রাজ মে চুল্লু মিলি ঘুট ঘুটকে পি বলে চ্যাঁচামেচি করতেন৷ আর আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে মদের নেশায় নিমজ্জিত করার খেলায় নেমেছেন ৷ মুকুলের দাবি, এই মুহূর্তে তৃণমূলের প্রচুর নেতা বিজেপিতে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন৷ তাঁরা প্রতি মুহূর্তে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ৷

error: Content is protected !!