মুখ্যমন্ত্রীর দেখা নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন আজ পূরনের পথে

কিষান কুমার মালিো(চুরাইবাড়ি) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । ৩৭ লক্ষ রাজ্যবাসীর অভিভাবক  । ৩ মার্চ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আসাম রাইফেলস ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করে তুলবো। যত বাঁধা বিপত্তি আসুক না কেন সব কিছুকে দূরে সরিয়ে রেখে ত্রিপুরাকে নেশামুক্ত করে তুলব। তিনি স্বপ্ন দেখতেন কোনদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারলে রাজ্যকে নেশামুক্ত করে তুলবেন। তাঁর দেখা সেই স্বপ্ন আজ ধীরে ধীরে সত্যি হতে চলেছে। যে কাজ করে দেখাতে পারেনি ২৫ বছরে বাম সরকার সেই কাজ মাত্র কয়েকমাসের মধ্যে করে দেখাচ্ছেন রাজ্যের ৩৭ লক্ষ মানুষের অভিভাবক বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাজনীতির রঙ না দেখে নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেই মতই কাজ করছে রাজ্যের পুলিশ প্রশাসন।

শুক্রবার নেশা বিরোধী অভিযানে বড় সরো সাফল্য পেল চুড়াইবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে  চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশি চলাকালীন সময়ে ৪৪ নং জাতীয় সড়কের উপর চুরাইবাড়ি থানার সাম্মুখে WB59A / 5341 নম্বরের ১২ চাকার একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা আটক করে চুড়াইবাড়ি থানার পুলিশ । তবে বিপদ বোঝে ঘটনাস্থল থেকে চালক ও সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়। লরিতে তল্লাশি চালিয়ে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা  ও ১২ চাকার লরিটি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। চুরাইবাড়ি‌ থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে বর্তমানে তদন্ত শুরু করে দিয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন চুরাইবাড়ি থানার এসআই শুক্রমনি দেববর্মা।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহুকুমা আধিকারিক জ্যোতিস্মান দাস চৌধুরী সহ গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা ও।  উত্তর জেলার এসপি ভানু পদ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতেই ৪৪ নং জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বারো চাকার লরি থেকে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়  চুরাইবাড়ি থানার পুলিশ। তবে আটক করা লরিটির চালক ও সহ চালক বিপদ বোঝে গাড়ি থেকে পালিয়ে গেলেও বর্তমানে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পড়েছে।উনি আরো বলেন উদ্ধারকৃত ৫০০ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা এবং লরিটি রাজ্য থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

foodzone
foodzone
error: Content is protected !!