মায়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় মৃত্যু হয়নি পরেশ বড়ুয়ার, জানিয়ে দিলো উলফা

ওয়েব ডেস্কঃ দুর্ঘটনায় মৃত্যু হয়নি পরেশ উলফা প্রধান পরেশ বড়ুয়ায় । বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বলা হয়েছে যে, মায়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন উলফা প্রধান। কিন্তু তাঁর মৃত্যু হয়নি। মায়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন(উলফার)কমান্ড্যার এই চিফ পরেশ বড়ুয়ার। এমনাটাই জানানো হয়েছে lookeast.in নামে একটি ওয়েবসাইটে।
শুধু ওই ওয়েবসাইটে নয় বিভিন্ন ওয়েবসাইটেও উলফা প্রধানের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিলো। খবর প্রকাশের পরেই রীতিমত হইচই পড়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রক সহ গোয়েন্দা দফতরে। কিন্তু সেই খবর ভিত্তিহীন সেটা জানিয়ে দেওয়া হলো উলফার পক্ষ থেকে। মৃত্যু সংবাদ নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল৷ সেই সংবাদ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে৷ অসম পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার গুরুতর জখম৷ তবে তার মৃত্যুর কোনও খবর নেই৷
error: Content is protected !!