মহারাজাকে নিয়ে লেখা মুখ্যমন্ত্রীর বইয়ের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আগরতলাঃ ত্রিপুরার মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কে নিয়ে লেখা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের “আধুনিক ত্রিপুরার শিল্পকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য” বইয়ের আবরন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য জনসমাবেশের মঞ্চে ত্রিপুরার মহারাজা কে নিয়ে লেখা বই উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাংকি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ মন্ত্রীসভার অনান্য সদস্যরা।

রাজ্যে পূর্বাতন বাম সরকার কোনদিন-ই রাজ্যের মহারাজাকে সেই ভাবে সম্মান প্রদান করেননি। কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন যে, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যথাযথ সম্মান প্রদান করা হবে। সেই মত রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগরতলা বিমানবন্দরের নামকরন মহারাজার নামে করা হয়। আর এবার সেই বিমানবন্দরে মহারাজার মর্মর মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সাথেই মহারাজাকে নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা বই এর আবরন উন্মোচন করেছেন। মহারাজাকে নিয়ে লেখা মুখ্যমন্ত্রীর লেখা বইতে উল্লেখ করা হয়েছে রাজ্যের উন্নয়নে মহারাজাদের ভূমিকা। এও জানা যায় যে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন শুরু হয়েছিলো মহারাজাদের আমল থেকেই। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও রাজপরিবারের সু-সম্পর্ক ছিলো। মহারাজাদের আমলেই বেশ কয়েকবার রাজ্যে এসেছিলেন কবিগুরু।   

কিন্তু ত্রিপুরার বর্তমান রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে মর্যাদার সহিত সম্মান জানালেও শুধুমাত্র রাজনীতিকরনের জন্য রাজ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় সরব হচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ।এমনটাই মনে করছেন রাজ্যের তথ্যবিজ্ঞ মহল।

error: Content is protected !!