মহানগরে আয়োজিত হল ক্যান্সার সচেতনতা মূলক মহা শোভাযাত্রা…….

নিজেস্ব সংবাদদাতা , ৫ ফেব্রুয়ারি :- শিশুদের ‘ ক্যান্সার ‘ রোধের সচেতনতা বিকাশকে কেন্দ্র “করে বিশ্ব ক্যান্সার দিবস” -এর দিন আসমিয়ারা ওয়েলফেয়ার স্যোসাইটি ও সুরুচি সংঘের উদ্যোগে গল্ফগ্রীন থেকে আজাদগড় পর্যন্ত এক শোভাযাএার আজোন করা হয়। এদিন, ক্যন্সার স্পেশালিস্ট ডঃ সৌগত চৌধুরী, ৯৫ নং ওয়ার্ডের চ্যেয়ারম্যান তপন দাসগুপ্ত সহ অভিনেতা দেবরাজ, প্রর্থিতা, গায়ক সুরজিৎ সহ বহু ক্যান্সার আক্রান্ত শিশু – কিশোর ও পা মেলায় এদিনের শোভাযাত্রায়।
সোমবার সকালে গল্ফগ্রীনে পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে আসমিয়ারা ওয়েলফেয়ার স্যোসাইটির এই শোভাযাত্রার শুভারম্ভ ঘটানো হয়। পদযাএার মধ্যে থেকেই পথচলতি মানুষ তথা এলাকাবাসীকে হ্যাণ্ডবিল বিতরণ করার মধ্যে থেকেই সামাজিক সচেতনতার পক্রিয়া চালানো হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত হয়েছিলেন ডঃ সৌগত চৌধুরী, ৯৫ নং ওয়ার্ডের চ্যেয়ারম্যান তপন দাসগুপ্ত , অভিনেতা দেবরাজ ও প্রর্থিতা এবং গায়ক সুরজিৎ। এদিন শোভাযাত্রার শেষে ডঃ সৌগত চৌধুরী ক্যন্সার সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ও তার সাথে ক্যান্সার চিকিৎসার নানা দিক ও তুলে ধরেন তিনি।

error: Content is protected !!