মন্ত্রীর কোমড়ে হাত বিতর্কের অবসান ঘটালেন ক্রিয়ামন্ত্রী

আগরতলাঃ “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসময় উদ্বোধন করছিলেন সেই সময় একদিকে পাঁচজন আর অপর দিকে চারজন মন্ত্রী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মন্ত্রী শান্তনা চাকমা আমার সামনেই দাঁড়িয়ে পড়েছিলেন। আমি সেই সময় সাইডে আসছিলাম। সেই সময় তাঁকে সামনে থেকে সরিয়ে সাইডে যেতে গিয়ে হাত লেগেছিল। যারা কুৎসা রটাচ্ছেন সেটা তাদের সম্পূর্ণ নিন্ম মানসিকতার পরিচয়”। মন্ত্রী শান্তনা চাকমার কোমড়ে হাত বিতর্কের অবসান ঘটিয়ে সেইসময়ের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের একটি সংবাদমাধ্যমমে একথা জানালেন রাজ্যের ক্রিয়ামন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আরও জানিয়েছেন, ওইদিন অনুষ্ঠানমঞ্চে আমরা সকলে মন্ত্রী পরিষদের সদস্য উপস্থিত ছিলাম। আমি শুধু তাঁকে সরাতে গিয়েছিলাম। যারা এইসমস্ত কথা বলছে এইগুলি তাদের নিন্মরুচির পরিচয় ছাড়া আর কিছুই না।

ঝটিকা সফরে শনিবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নামার পর সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তির উন্মোচনের পর সড়ক পথে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে অংশ নেন। সমাবেশে ভাষন রাখার আগে মঞ্চ থেকে বিলোনিয়া-গর্জি রেলের শুভ উদ্বোধন করেন তিনি। সেই সময় ঘটে সেই ঘটনা। ভিডিওতে দেখা যায় যে মন্ত্রী শান্তনা চাকমার কোমড়ে হাত দিয়ে তাকে পেছনে সরিয়ে নিয়ে আসছেন ক্রিয়ামন্ত্রী মনোজ কান্তি দেব। মনোজ বাবু শান্তনা চাকমার কোমড়ে হাত দিয়ে যে তাকে সরিয়ে নিয়ে আসছিলেন সেটা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। এই ভিডিও সামনে আসার পরেই গুঞ্জন শুরু হয় স্যোশাল মিডিয়ায়। ক্রিয়ামন্ত্রীর সমলোচনায় মুখর হতে থাকেন অনেকেই। এরপরেই রবিবার দুপুরে আগরতলার একটি সংবাদমাধ্যমকে  এই বিষয়ে নিজের বক্তব্য জানান তিনি। তার বক্তব্যের পর পুরো বিষয়টি স্পষ্টিকরন হলো বলেই মনে করলেন রাজ্যের রাজনৈতিক মহল।

error: Content is protected !!