ব্যাক্তিগত সংঘর্ষ নয়,লড়াই হবে আদর্শের

বিশ্বেশ্বর মজুমদার(মনু,শান্তিরবাজার) ত্রিপুরার মানুষদের কাছে এটাই আহ্বান করবো আমাদের এগিয়ে চলার পথে যারা এই বাঁধার প্রাচীর তৈরি করার চেষ্টা করছে তাদের সাথে ব্যাক্তিগত সংঘর্ষের প্রশ্ন না এখানে লড়াই হবে আদর্শের, লড়াই হবে কর্মসূচির,লড়াই হবে দৃষ্টিভঙ্গির। শুক্রবার বীরচন্দ্র মনুতে অমর শহীদান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে একথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। পাশাপাশি তিনি আরও বলেছেন যে মানুষের উপর আক্রমন করে যদি মানুষকে দমিয়েই রাখে যেতো তাহলে কিন্তু ত্রিপুরাতে বীরচন্দ্র মনুর ঘটনার পর মাঝখানের যে ২৫-৩০ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সম্মুখীন হওয়া শুধু ত্রিপুরার মানুষের হতোনা।

    ১৯৮৮ সালে আজকের দিনে জোট সরকারের আমলে মনুতে সিপিএমের পার্টি অফিস খুলতে গিয়ে ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিলেন ১১ জন সিপিএম কর্মী সহ ২ জন দেহরক্ষী । এই ঘটনার পর থেকে প্রতিবছর আজকের এই দিনটিতে বীরচন্দ্র মনুতে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমা অন্তগত বীরচন্দ্রমনুতে শহীদবেদীতে পুস্প দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ জিতেন চৌধুরি, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী সহ অনান্য নেতৃবৃন্দ ও সাধারন কর্মী-সমর্থকরা । অনান্য বছরের মত ঘটা করে শহীদান দিবস পালন করা হলেও এবছর একদম সাদামাটা ভাবে পালন করা হলো শহীদান দিবস । প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএমের অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকলেও শহীদ পরিবারের অধিকাংশ লোকজন হাজির ছিলেন না আজকের এই শহীদ অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here