বেনজির ঘটনা ঘটালেন প্রাক্তন রাষ্ট্রপতি

প্রীতম চৌধুরী(কলকাতা) পঞ্চমীর সন্ধ্যায় শহর কলকাতার  একটি দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে  আসলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ঠিক কত বছর পর এমন ঘটনা ঘটলো চলেছে, প্রণব-ঘনিষ্ঠরাও তা মনে করতে পারছেন না।

প্রণববাবুর কাছে দুর্গাপুজো মানেই তাঁর পৈত্রিক ভিটে কীর্ণাহারের পুজো। তিনি নিজে বাড়ির পুজোর পৌরহিত্য করেন। কয়েক যুগ ধরে এটাই প্রণববাবুর রুটিন । কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকাকালীন ব্যস্ততাও ছিলো সাংঘাতিক । সে সময়ে শহরে পা রেখেই ছুটতেন কীর্ণাহার । কলকাতার কোনও মণ্ডপে যাওয়ার সময়ই পেতেন না । পরে রাষ্ট্রপতি থাকার সময় কোনও পুজো উদ্বোধনে আসা তো কার্যত অসম্ভব ছিলো প্রোটোকল-জনিত কারনে । রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর এবারই প্রথম দুর্গাপুজো।

এই সুযোগটাই নিয়েছেন বরানগর পুরসভার তৃণমূলের লড়াকু কাউন্সিলর অঞ্জন পাল । বরানগর ন-পাড়া দাদাভাই সঙ্ঘের দুর্গাপুজোর উদ্বোধনে আসলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। প্রনব বাবুকে দিয়ে পুজো উদ্বোধন করিয়ে বাজিমাত করেছেন অঞ্জন পাল। অঞ্জন বাবুর নিজের পুজো এটি। আর সেই পুজোর দ্বরোদঘাটন করতে বরানগর আসলেন প্রণব মুখোপাধ্যায়।  আজীবন পারিবারিক দুর্গাপুজোর বাইরে যিনি অন্য কিছু ভাবেননি, সেই প্রণববাবুর হাত ধরেই এবার নিজের পুজোর উদ্বোধন করালেন অঞ্জনবাবু।

error: Content is protected !!