বেকার যুবক-যুবতীদের স্বরোজগারী হওয়ার সুযোগ সৃষ্টি হলোঃ উপমুখ্যমন্ত্রী

আশিস মিয়াঁ(বিশালগড় প্রতিনিধী)- সম্বেজ ২০১৮। সকল উদ্যোগ সম্মানের অধীকারি। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির আহ্বানে শুক্রবার গোটা ভারত বর্ষের সাথে ত্রিপুরার সকল মাঝারি ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের সমস্ত সমস্যা আরো বেশী কার্যকর ভাবে সমাধানের লক্ষ্যে আয়োজিত হয়েছে সম্ভেজ ২০১৮। পশ্চিম ত্রিপুরার সাথে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ মিনি ষ্টেডিয়ামেও সূচনা হয় এই অনুষ্টানের । ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবার মাঝে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দের্ব্বমা, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দের্ব্বমা  সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, সিপাহীজলা জেলার মানুষের কাছে আজকের দিনটি গৌরবের । এই প্রকল্পে সারা দেশে ১০০টি জেলার মধ্যের রাজ্যের সিপাহীজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলাও রয়েছে। রাজ্যে সাড়ে সাত লক্ষ বেকার রয়েছে। প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব নয়। বেকার যুবক যুবতীরা শিল্প স্থাপন করতে অতি সহজে ঋন পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের এই সুযোগ গুলি গ্রহন করতে হবে। যাতে তাঁরা অতি সহজে ঋন পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। এম এস এম ই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা বিশেষ ভাবে উপকৃত হবেন। এতে বেকার যুবক-যুবতীদের স্বরোজগারী হওয়ার সুযোগ সৃষ্টি হলো।

error: Content is protected !!