বেকার যুবক যুবতীদের উপার্জনের পথ দেখাতে অভিনব প্রয়াস কর্মদিশারীর।

হক জাফর ইমাম(মালদা) বেকার যুবক যুবতীদের উপার্জনের পথ দেখাতে অভিনব প্রয়াস কর্মদিশারী স্বেচ্ছাসেবী সংস্থা। বিভিন্ন জেলায় কাজের পর তারা এখন কাজ শুরু করতে চলেছেন মালদা জেলায়। শনিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি বেসরকারি লজে আনুষ্ঠানিক সূচনা হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, কাউন্সিলর অম্লান ভাদুড়ী, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, বিশিষ্ট সমাজসেবী সুতীর্থ সাহা, সংস্থার সদস্য বিবেকানন্দ দত্ত সহ অন্যান্য অতিথিরা। গত কয়েক বছর ধরে এই সংস্থা বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের উপার্জনের পথ করে দিচ্ছেন। মালদা জেলাতেও বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিবেন তারা। প্রশিক্ষণের পর বেকার যুবক-যুবতীদের হাতে শংসাপত্র তুলে দিবেন তারা। এর ফলে স্বনির্ভর হতে পারবে বেকার যুবক-যুবতীরা। তাদের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে মালদা জেলাবাসী।

error: Content is protected !!