বিস্ফোরণ প্রান কেঁড়ে নিলো ফল বিক্রেতার

প্রতিকি ছবি

কলকাতাঃ ২ অক্টোবরের বিস্ফোরণ প্রান কেঁড়ে নিলো নিরীহ এক ফল বিক্রেতার। গান্ধী জয়ন্তীর সকালে নাগের বাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো আরও ১ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২। মৃৎ ব্যাক্তির নাম অজিত হালদার। সে স্থানীয় ফল বিক্রেতা। ঘটনার দিন গুরুতর অবস্থায় জখম হওয়ার পর থেকে আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিলো। কিন্তু শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

অজিত হালদারের মৃত্যু ঘটনার তদন্তে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করছে সিআইডি। সূত্রের খবর  তঘটনার দিন অজিত হালদারের দোকানের সামনেই বোমাটি রাখা ছিলো। তাঁর দোকানের সামনেই বিস্ফোরণ হয় বলে সূত্রের খবর। কিভাবে তাঁর দোকানের সামনে বিস্ফোরকটি আসলো সেই নিয়ে ধন্ধে ছিলো সিআইডির আধিকারিকরা। সম্প্রতি ঘটনার বিষয়ে জানতে আরজিকর হাসপাতালে আহত অজিত হালদারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন সিআইডির একটি তদন্তকারী টিম। কিন্তু অসুস্থ থাকায় তাঁর সঙ্গে কথা বলতে পারেনি টিমের সদস্যরা।  তারা ভেবেছিলেন সুস্থ হলে তার সাথে পুরো বিষয়টি নিয়ে কথা বলবেন, জানতে চাইবেন কিভাবে বিস্ফোরকটি তার দোকানের সামনে আসলো। কিন্তু সেই সমস্ত জিজ্ঞাসাবাদ করার আগেই মৃত্যু হলো ফল বিক্রেতা অজিতের।   এই নিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো ২ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here