বাড়ছে হাওড়া নদীর জলস্তর, সতর্ক প্রশাসন

আগরতলাঃ শনিবার রাত থেকে টানা বর্ষণের ফলে বৃদ্ধি পেয়েছে হাওড়া নদীর জলস্তর। প্লাবিত হাওড়া নদীর দুই পাশের নিম্নাঞ্চল। বিপদ সীমার উপর দিয়ে বইছে হাওড়া নদীর জলস্তর। রবিবার বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে হাওড়া নদীর জলস্তর। জল মগ্ন হয়ে পড়েছে বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি, পশ্চিম প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা। বহু মানুষ গৃহবন্ধি হয়ে পড়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রশাসনিক আধিকারিকরা। গৃহ হারাদের আপাতত প্রশাসনের তরফে খোলা অস্থায়ি ত্রান শিবিরে রাখা হয়েছে। পশ্চিম প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকার প্রায় ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এই সকল বাড়ির মানুষ গৃহবন্ধি হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততার সাথে বন্যাদুর্গতদের উদ্ধার করে ত্রান শিবিরে নিয়ে আসার কাজ চলছে। বন্যা দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে মোটর চালিত বোট। বন্যার কবলে বলদা খাল এলাকা। বাড়ি ঘড়ে ঢুকে পড়েছে জল। বাধ্য হয়ে মানুষ আশ্রয় নিচ্ছে ত্রান শিবিরে। টিএসআর জওয়ানরা যুদ্ধকালিন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এইদিকে শ্রীলঙ্কাবস্তি এলাকার বহু বাড়িঘরে জল ঢুকে পড়ায় মানুষ গৃহবন্ধি হয়ে পড়েছে। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ জওয়ানরা। চন্দ্রপুরের বহু বাড়ি ঘড়ে জল ঢুকে পড়েছে। সেখানে বন্যাদুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে টিএসআর জওয়ানরা। মোটর চালিত একটি বোটের মাধ্যমে চন্দ্রপুর এলাকার বন্যাদুর্গতদের উদ্ধার করা হচ্ছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ। বন্যাদুর্গতদের জন্য খোলা হয়েছে প্রায় ত্রান শিবির।  সার্বিক পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। প্রশাসনিক আধিকারিকরা সকাল থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। সব মিলিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন।

error: Content is protected !!