বনদপ্তরের উদাসীনতায় কাটা পড়ছে একের পর এক শালগাছ, নীরবে বনদপ্তর

অমরপুরঃ বনদপ্তরের উদাসীনতায় ফলে ধ্বংস হয়ে যাচ্ছে বিশাল শাল বাগান। তাও আবার ফরেষ্ট প্রোটাকশান ইউনিটের দুশো মিটারের মধ্যে থাকা বাগানে। কথাটি শুনতে অবাক হলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমায়। অভিযোগ যে, অমরপুর মহকুমার রাজকাং পঞ্চায়েতের অধীন থাকছড়া এলাকায় রয়েছে একটি ফরেষ্ট প্রোটাকশান ইউনিট। এই অফিসটির পাশে প্রায় দুশো মিটারের মধ্যে রয়েছে মুল্যবান শাল বাগান। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে প্রতিদিন এই বাগান থেকে শাল গাছ কাটা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।  আর এখানেই উঠেছে একাধিক প্রশ্ন। ফরেস্ট প্রোটাকশন ইউনিটের দুশো মিটারের মধ্যে কিভাবে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে?  অপর দিকে অভিযোগ উঠেছে বনদপ্তরের কর্মীদের বিরুদ্ধেও। দুশো মিটারের মধ্যে থাকা বনদপ্তরের অফিসের কর্মীরা নিরব দর্শকের ভুমিকা পালন করছে বলে অভিযোগ। এই বিষয়ে ফরেষ্ট প্রোটাকশান ইউনিট অফিসের কর্মীদের কাছে জানতে চাইলে তারা জানায়, যখন গাছ কাটা হয় তখন বনকর্মীরা সেই স্থানে গিয়ে কাউকে পায় না অর্থাৎ বনদস্যুরা পালিয়ে যায়। এরপর যখন বনকর্মীরা অন্যস্থানে অভিযানে যায় ঠিক সেই সময় বনদস্যুরা গাছ কেটে নিয়ে যায়।দপ্তরে পর্যাপ্ত গাড়ি না থাকায় কর্মীরা সঠিক সময়ে অভিযানে যেতে পাড়ছে না।

error: Content is protected !!