ফেসবুক কি তার কর্তা হারাচ্ছে?

ডাকবার্তা আন্তর্জাতিক ডেস্কঃ “ফেসবুক” যেটা ছাড়া আজ মানুষ এক মুহূর্ত চলতে পারেনা। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফেসবুক-ই ভরসা মানুষের। আট হোক বা আশি ফেসবুক ব্যবহার করেননা এমন কাউকে খুঁজে পাওয়া দুস্কর। ২০০৪ সালে মার্ক জুকারবার্গ-এর হাত ধরেই আত্মপ্রকাশ ঘটেছিলো ফেসবুকের। বর্তমানে তিনি চেয়ারম্যান ফেসবুকের। কিন্তু এবার হয়ত চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে হতে পারে ফেসবুকের জনককে। সূত্রের খবর ‘ভিউ এজ’ ফিচারের দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় তিন কোটি  অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পাশাপাশি ফেসবুকের মত স্যোশাল মিডিয়া ব্যবহার করে একাধিক বার হিংসা ছড়ানোর মত ব্যবস্থা ঘটেছে। এরপর বারবার সতর্ক করা হয়েছে ফেসবুককে।  এত কিছুর মধ্যেই এবার শোনা গেছে অশনিসঙ্কেত। সরিয়ে দেওয়া হতে পারে ফেসবুক প্রতিষ্ঠাতাকে। সূত্রটি আরও জানিয়েছে, ফেসবুকে শেয়ার থাকা আমেরিকার চারটি বড় পাবলিক ফান্ড নাকি এই ব্যাপারে সম্পতি জানিয়েছে।  যদিও ফেসবুকের বেশীরভাগ শেয়ার নিজের হাতেই রয়েছে জুকারবার্গের । কিন্তু ফেসবুকের যারা  শেয়ারহোল্ডাররা রয়েছেন তারা চাইছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে জুকারবার্গকে সরিয়ে সেখানে স্বাধীন কাউকে নিয়োগ করা হোক। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এই নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here