ফের পুলিশের জালে আরও এক নেশাকারবারী এসআই

উদয়পুরঃ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই রাজ্যকে নেশামুক্ত করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । রাজনীতির রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ-প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একের পর এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গ্রেফতার হচ্ছেন নেশাকাররীরা । এবার নেশাকারবারিদের পাশাপাশি নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো ওসি বিমল দেববর্মাকে। শুক্রবার রাতে গাঁজা মামলায় গ্রেফতার করা হয় তাকে। রাতে উদয়পুর মহকুমার বিমল দেববর্মার আস্তানায় হানা দিয়ে পিআরবাড়ি থানার ওসি আশিস দাস, এসডিপিও সৌম্য দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে গ্রেফতার করে। ওইদিন গভীর রাতেই কৃষ্ণনগরস্থিত তার বাসভবনে সদর এসডিপিও সুমন মজুমদার ও পশ্চিম থানার ওসির সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায়। বিমল মজুমদার এখনও পর্যন্ত বাগমা থানার ওসি হিসাবে সবার কাছে পরিচিত । এর আগে তিনি জিরানিয়া পুলিশ ষ্টেশনের সেগেন্ড অফিসার ছিলেন  ।  যার বিরুদ্ধে ফ্যান্সিডিলের অভিযোগ ছিলো । পরবর্তী সময়ে তিনি লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসাবে নিযুক্ত হন ।  পুলিশ সূত্রে খবর বিমল দেববর্মার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা ।  শনিবার দুপুরে তাকে বিলোনিয়াতে আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন
error: Content is protected !!