প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দুর্গাশঙ্কর শীল

প্রয়াত হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অন্যতম দুর্গাশঙ্কর শীল। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৩০  মার্চ মৃত্যু হয় তাঁর।  মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দুর্গাবাবুর ছেলে ফনী শীল জানিয়েছিলেন, যে অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট,কিডনির সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন । বেশ কিছুদিন দুর্গাবাবুকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা চলছিলো । কিন্তু চিকিৎসা চলা অবস্থায় তাঁর হার্ট আট্যাক হয়। এমনকি শেষের দিকে কোন মেডিসিন দুর্গাবাবুর শরীরে কাজ করছিলোনা বলে জানিয়েছেন দুর্গাবাবুর ছেলে। এরপরেই গত ৩০ মার্চ তাঁর মৃত্যু হয়।

সালটা ১৯৪২। দেশ জুড়ে চলছে ভারত ছাড়ো আন্দোলন। ইংরেজ তুমি ভারত ছাড়ো। এই স্লোগানে মুখরিত হয়েছিল চারিদিক। সেই ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দুর্গা শঙ্কর শীল। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে। সেই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের চট্টগ্রামের জেলে প্রায় ৮ মাস বন্দী ছিলেন তিনি। দুর্গাবাবুর ছেলে আরও জানিয়েছেন তাঁর বাবা দিল্লিতে বেশ কিছুবার রাষ্ট্রপতি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে তিনি সেই পুরষ্কার আনতে যেতে পারেননি। আজ থেকে ১০ বছর আগে মৃত্যু হয়েছিল দুর্গাবাবুর স্ত্রীর। পশ্চিম ডুকলির ইছা বাজারে বাড়ি দুর্গাশঙ্কর শীলের। মৃত্যুর সময় দুর্গাবাবু রেখে গেলেন তাঁর ২ ছেলে ও ৪ মেয়েকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here