প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মালদায়।

হক জাফর ইমাম: সিবিআই অভিযান কান্ডের ঘটনায় কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্না-  অবস্থানের সঙ্গে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস ও উত্তর মালদা সংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্ব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলেন । সোমবার বিকেল তিনটার সময় মালদা শহরের প্রাণকেন্দ্র রাথবাড়ী মোড়ে বিজেপির সুপ্রিমো তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস ও মালদা উত্তরের সাংসদ মৌসম বেনাজির নুর সহ দলের জেলা নেতৃত্ব।  মোদি সরকারের পুলিশ এজেন্সি সিবিআই পশ্চিমবঙ্গের উপর একনায়কতন্ত্র চালাচ্ছে।  আর তারই বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন ফোয়ারা মোড়ে বিক্ষোভ দেখান সাংসদ মৌসাম নুর সহ জেলার নেতা থেকে শুরু করে শতাধিক কর্মীরা। মৌসাম বেনজির নূর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,  গণতন্ত্র ব্যবস্থাকে লংঘন করছে মোদি সরকার । নির্বাচনের সময় আসলেই সিবিআই দিয়ে নানা অছিলায় ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে  কেন্দ্রের বিজেপি সরকার । কিন্তু আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন।  কোনোভাবেই মোদি সরকারের একনায়নতন্ত্র এবং অপশাসনকে এরাজ্যে কায়েম করতে দেওয়া হবে না । আর তারই বিরুদ্ধে রবিবার রাত থেকেই ধরনা প্রতিবাদ  শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এনিয়ে রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল চলছে।  সেই প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে  মালদাতেও মোদি সরকারের বিরোধিতায় এদিন মিছিল করা হয়েছে। পাশাপাশি মোদির কুশপুত্তলিকা দাহ করে সমস্ত ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।সাংসদ বলেন,  রাজ্য সহ দেশের মানুষ মোদি সরকারের এই দ্বিচারিতা ব্যবস্থার ঘটনা দেখতে পাচ্ছেন । সিবিআই লেলিয়ে কোনভাবেই ভয় দেখানো যায় না । আগামী লোকসভা নির্বাচনের ভোট বাক্সে মানুষ বিজেপির বিরুদ্ধে সঠিক উত্তর দিবেন।

error: Content is protected !!