পূজোতে আনন্দ নয় , আলু চাষেই ব্যাস্ত আলু চাষিরা

সাবানুল মাজহার(বাঁকুড়া) একদিকে যখন সকলেই মেতে উঠেছিললো পূজোর আনন্দে , সেই সময় ডাকবার্তার প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল একটু অন্য ধরনের ছবি । পাত্রসায়ের থানার কবিরচক গ্রামের আলু চাষিরা  ব্যাস্ত আলু লাগাতে । কেননা চাষবাস করেই তাদের সংসার চলে । তাছাড়া আলুচাষ একটি অর্থকরী ফসল , তাই পূজোতে আনন্দ করে ক্ষতির মুখ দেখতে চান না এই এলাকার আলু চাষিরা । তারা বলেন , সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারের সাথে আর মন্ডপে  যেতে মন চায় না । কেন না সেই সকাল হলেই তো আবার মাঠে যেত হবে , আবার সেই পরিশ্রম । আর তাছাড়া বর্তমানে আলুচাষ একটি  ব্যায় বহুল চাষে পরিণত হয়েছে , সময় মতো আলু লাগাতে বা বিক্রি করতে না পারলে যে দুপয়সা ঘরে আসবেনা । আবার অনেক সময় দেখা যায় আলু চাষ করতে যেয়ে অনেক চাষি ঋণের দায়ে জড়িয়ে পড়ে , শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নিতে হয় তাকে ।

তাই সাত পাঁচ অনেক কিছু ভেবে পূজোর আনন্দ থেকে চাষবাস  তাদের কাছে আগে । কেননা এর উপরেই নির্ভর করছে সংসার , নির্ভর করছে ছেলে মেয়েদের  ভবিষ্যত্‌ । কারন তাদের কেও তো মানুষের মত মানুষ করে তুলতে হবে । এক আলু চাষি সুবোধ মণ্ডল বলেন , আমরা ছেলে মেয়েদের পূজো মণ্ডপে ঠাকুর দেখাতে নিয়ে যেতে না পারলেও রাগ করে না ।

error: Content is protected !!