‘পাকিস্তান-আফগানিস্তান-বাংলাদেশের অমুসলিম শরণার্থীদের এদেশে জায়গা দিতে পাস করাতে হবে নাগরিকত্ব সংশোধনী বিল’

প্রত্যাশা মতোই সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হল সরকার। প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রে অত্যাচারিত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংসদে অমিত শাহ বলেন, পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্থানে ধর্মের নামে সেখানে বসবাসকারী অমুসলিমদের ওপরে অত্যাচার করা হয়। তাই সেখানকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি শরণার্থীদের এদেশে নাগরিকত্ব পাওয়া উচিত। তাই এখনই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন।

error: Content is protected !!