পশ্চিমে প্রতিমা! পূর্বে রেবতী?

আগরতলাঃবেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সিপিআইএম। কিছুদিনের মধ্যে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপির পক্ষ থেকে কিন্তু এখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।
কিন্তু কে হবে পশ্চিম ও পূর্ব আসনে বিজেপির প্রার্থী? সেই নিয়েই এখন চলছে বিস্তর আলোচনা। দলীয় সূত্রের খবর পশ্চিম আসনে প্রার্থী হতে পারেন প্রতিমা ভৌমিক আর পূর্ব আসনে প্রার্থী হতে পারেন রেবতী ত্রিপুরা। যদিও এখনও বিজেপির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে ২-১ দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির শরিক দল আইপিএফটি ঘোষণা করেছেন যে দুটি আসনে প্রার্থী দেবেন তারা।

২০১৮ সাল ২৫ বছরের সিপিএমের সরকারকে সরিয়ে মানুষের রায়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। একবছরের মধ্যেই রাজ্যের মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছে নতুন সরকার। এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু এবার লক্ষ্য রাজ্যের দুটি লোকসভা আসনে জয়লাভ করা। সেই লক্ষ্যেই অবিচল গেরুয়া শিবির।

error: Content is protected !!