পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে নরেন্দ্র মোদী (লাইভ আপডেট)

মুসলিম মহিলাদের দাবী মেনেই তিনতালাক বিল করেছে কেন্দ্র।

পশ্চিমবঙ্গে মুসলিম মহিলাদের জন্য কি করেছেন মমতা?

চিটফান্ড তদন্তে আপনার ঘুম উড়ছে কেন? কাকে কাকে বাঁচাতে ধর্নায় বসেছিলেন?

তিন তালাক আইন নিয়ে কংগ্রেস কিছু করেনি।

মহিলাদের অধিকার নিয়ে কংগ্রেস মিথ্যা কথা বলছে।

মহিলাদের অধিকার নিয়ে কংগ্রেস মিথ্যা কথা বলছে।

দুর্নীতিগ্রস্ত নেতাদের বাংলায় স্বাগত জানানো হয়।

পশ্চিমবঙ্গে গরিব মানুষের কষ্ট করে জমানো টাকা যারা চুরি করেছে, তাদের বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী।

দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বাংলায় ধর্না হচ্ছে। আর কোথায় কোথায় ধর্না করবেন?

 পশ্চিমবঙ্গে কংগ্রেস বলছে রাজ্যে অরাজকতা চলছে, আর দিল্লিতে কংগ্রেস দিদিকে সমর্থন করছে: মোদী

কাল লোকসভায় ‘মহামিলাওয়াট’ বলতেই সবাই ঝামেলা শুরু করল: মোদী

গরিবদের টাকা লুটে নেওয়া চোরকে বিদেশ থেকে নিয়ে আসছি, আর এরা তাদেরই রক্ষা করছে: মোদী

বিজেপিকে ভয় পেয়েছে তৃনমুল। ভয়ে বিজেপির সভায় বাঁধা দেওয়া হচ্ছে। ধমকে লাভ নেই। বিজেপি ভয় পায়না।

চিটফান্ড দুর্নীতি নিয়ে এত ভয় কেন মমতার? দুর্নীতি করলে কাউকে ছাড়া হবেনা

বাংলায় লুঠেরাদের ছাড়বনা।

মহাজোট হলো আসলে মহাভেজাল।

দেশে প্রথম কোনও মুখ্যমন্ত্রী চোরেদের রক্ষা করতে ধর্নায় বসে গেলেন। যারা সাধারণ মানুষের টাকা লুঠ করেছিল, তাদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী।

চিটফান্ডে যারা গরীব মানুষের টাকা লুঠেছে চৌকিদার কাউকে ছাড়বেনা।

ত্রিপুরার বিজেপি সরকার আসার পর মানুষের মধ্যে সুখ শান্তি ফিরে এসেছে। যেটা ত্রিপুরাতে হয়েছে সেটা বাংলাতেও হবে।

দিদির জামানায় অবাধে দাদাগিরি চলছে।

দিদি দিল্লি যাওয়ার কথা বলছেন। অথচ সিন্ডিকেট রাজে নাজেহাল বাংলার মানুষ।

বামেদের মত খুনের রাজনীতি তৃনমূলের।

গরীব মানুষের পাশে রয়েছে কেন্দ্র। সস্তায় রেশন,ওষুধ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

২০২২ সালে যখন স্বাধীনতার৭৫ বছর পূর্ণ হবে সেই সময় দেশে সকলের নিজের পাকা ঘর থাকবে।

তৃনমূলের বাংলায় মানুষের সুরক্ষা নেই।

বাম আমল থেকে তৃনমূল সরকারের আমলে বাংলার হাল ধীরে ধীরে খারাপ হয়েছে।

দেশে শুধুমাত্র হিংসার জন্য পরিচিতি বাংলার

তৃনমূল-কংগ্রেস কমিউনিস্ট সরকারের পার্ট ২

বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে তৃনমূলের জামানায়

চাওয়ালাকে এত ভয় কিসের দিদি?

পশ্চিমবঙ্গের সরকার বাংলার মাটিকে বদনাম করেছে।

উত্তরবঙ্গের সঙ্গের আমার চায়ের সম্পর্ক

কেন্দ্রীয় সরকার কাজ করছে

মানুষের হয়রানীর কথা ভাবেনা বিরোধীরা

জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।আর মামলার জন্য কলকাতায় যেতে হবেনা।

আমার প্রিয় বাংলার ভাই-বোনেরা। উত্তরবঙ্গ তথা সারা বাংলার মানুষকে ভালোবাসা জানাই। জলপাইগুড়ির পবিত্র ভূমিকে আমার প্রনাম জানাই। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাংলায় একথা বলে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী।

ফোর লেনের ৩১ডি জাতীয় সড়কের উদ্বোধন। ফালাকাটা-সলসাবাড়ি জাতীয় সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ৪১.৭ কিমি রাস্তা তৈরি করতে মোট ১৯৩৮ কোটি টাকা ব্যায় জকরা হয়েছে।

সভামঞ্চে উপস্থিত নরেন্দ্র মোদী।

উলুধ্বনির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মঞ্চে উপস্থিত বিজেপির মহিলা নেতৃত্বরা ও বিজেপির কর্মীরা।

হেলিকাপ্টার থেকে নেমে এলেন নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানালেন বঙ্গের বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ।

ময়নাগুড়িতে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হেলিপ্যাড থেকে নেমে তিনি আসছেন মঞ্চের দিকে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here