পঞ্চায়েত নির্বাচনের আগে রাজধানীতে অনুষ্ঠিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক

সামনেই ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই অনেক জায়গাতেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। আবার অনেক জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে শুক্রবার সকালে রাজধানীর টাউন হলে অনুষ্ঠিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। এছাড়াও ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেববর্মা, প্রদেশে বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য  সহ অন্যান্যরা। বিজেপির রাজ্য কমিটির সকল সদস্য সদস্যা, সকল মোর্চার রাজ্য কমিটির পদাধিকারী, জেলা কমিটির পদাধিকারী ও বিভিন্ন মন্ডলের মন্ডল সভাপতি সম্পাদক সহ নেতৃত্বদের নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও প্রদেশে বিজেপির সভ্যপদ অভিযানকে সামনে রেখে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশে বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য জানান এইদিনের বৈঠক মূলত সাংগঠনিক বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আবার বহু জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে নির্বাচন হবে সেখানে বিজেপির প্রচার এর বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। আবার যে সকল জায়গায় বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সেই সকল জায়গায় বিজয়ী প্রার্থীরা বাড়ি বাড়ি যাবে। মানুষের সার্বিক সমস্যা গুলি লিপিবদ্ধ করবে। আগামীদিনে পঞ্চায়েত গঠনের পরে সেই কাজ গুলি যেন করা হয় তার বার্তা এই দিনের বৈঠক থেকে দেওয়া হবে। বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনের আগে বিজেপির কার্যকর্তারা বিস্তারক হিসাবে বুথ স্তরে গিয়ে কাজ করেছে। এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বিস্তারকরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যাবে এবং সংগঠন বিস্তারের জন্য তারা কাজ করবে। রাজ্য থেকে বিজেপির ৫ লক্ষ সভ্যপদ সংগ্রহ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হবে বলে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রাজিব ভট্টাচার্য।

error: Content is protected !!