পঞ্চায়েতে গেরুয়া দাপট, নিশ্চিহ্ন বাম-কংগ্রেস

১ আগস্ট  (আগরতলা) একদা লাল ত্রিপুরায় বিরাট গেরুয়া দাপট। নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের দাপটের সাথে বামেদের হারানোর পর সারা জ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ এর বেশি আসনে বিনা  প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসক পক্ষ। যে ১৪ শতাংশ আসনে ভোট হয়েছে তার প্রাথমিক ফলাফল হল- গ্রাম পঞ্চায়েতের ৮৩৩টি আসনের মধ্যে ৫৯টির ফল এসেছে। তাতে বিজেপি জয়ী ৫৬টি আসনে। পঞ্চায়েত সমিতির ৮২টি আসনের মধ্যে ঘোষিত ১৫টি। তার মধ্যে ১৪টি শাসক দলের। নির্দলদের দখলে বাকি একটি।

জেলা পরিষদের ৭৯টি আসনের মধ্যে ঘোষিত ৪৮টির সবকটি গিয়েছে বিজেপির দখলে। পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধীদের অভিযোগ ছিল রাজ্যে ব্যাপক ভোট লুঠ করছে বিজেপি। শাসক দল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করে রাজ্যবাসী মোদীর নেতৃত্বে উন্নয়নের পক্ষেই সামিল হয়েছেন। নির্বাচনের ফল বের হতেই দেখা গেল বিরোধীরা নিশ্চিহ্ন। ফলাফলেই প্রকাশ, গত বিধানসভা নির্বাচনে দু দশকের ক্ষমতা হারিয়ে প্রধান বিরোধী দলের তকমা পাওয়া সিপিএম মুছে গেছে।

বিপুল জয়ের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

error: Content is protected !!