ধর্মনগরে বিজেপির প্রচারে বাঁধা,অভিযুক্ত সিপিআইএম

ধর্মনগরঃ বাংলায় একটা প্রবাদ আছে কোন প্রানীর লেজ যেন সোজা হয়না।  রাজ্য সিপিআইএমের বর্তমান অবস্থা ঠিক ওই প্রানীর মত। ২০১৮ সালে রাজ্য থেকে সিপিআইএম নামক দলটাকে উৎখাত করে দিয়েছে রাজ্যবাসী। তারপরেও সন্ত্রাস, হিংসা বিজেপির কর্মীদের উপর আক্রমন করে যেন তেন প্রকারে ফের রাজ্য ক্ষমতায় আসতে চাইছেন তারা। এমনটাই মত রাজনৈতিক তথ্যবিজ্ঞমহলের। ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরে বিজেপি কর্মীদের মারধোর ও একাধিক বাইক,গাড়ি পুড়িয়ে দিলো সিপিআইএমের কর্মী-সমর্থকরা। ঘটনার সূত্রপাত রবিবার সকালে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে, আজ সকালে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ওই এলাকায় প্রচার করতে গিয়েছিলেন বিজেপির কর্মীরা।  সেই সময় সিপিআইএমের কিছু হার্মাদ,গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। ২০ থেকে ২২টি বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেন সিপিআইমের কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি। বাঁশ দিয়ে বেধড়ক মারধোর করা হয় বিজেপি কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।  

error: Content is protected !!