দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা

নয়াদিল্লীঃ ‘এনসিপি ও বিজেডি সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের সাংসদরা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তাতে তাদের রাজনৈতিক উত্থানে কোনও সমস্যা হয়নি। আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। আমার নিজের দলকেও বলব, ওদের দেখে শেখো।’ ‘গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। তীব্র বিতর্কের মাধ্যমে তার সুরাহা খোঁজা যেতে পারে। কিন্তু সংসদের অধিবেশন অচল করে কোনও সমাধান মিলবে না।’ সোমবার সংসদের ২৫০তম অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। একই সঙ্গে ভারতীয় সংসদের এটি ২৫০তম অধিবেশনও বটে। আজকের রি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ রাজ্যসভায় প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে।দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা

error: Content is protected !!