দুর্গাবাড়িতে সম্পন্ন দশমী পূজা, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

অর্পণ দে(আগরতলা) প্রথা মেনেই শুক্রবার সকালে রাজধানীর দুর্গাবাড়িতে সম্পন্ন হলো দশমী পূজা।  দর্পণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই এবছরের মত শেষ হলো বাঙালীর প্রিয় উৎসব। দশমী পুজো উপলক্ষ্যে সকাল থেকেই দুর্গাবাড়িতে ঢল নেমেছিলো দর্শনার্থীদের। দশমী পুজো শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় মাকে বরনের পালা।

দুর্গাবাড়ির সব থেকে আকর্ষণীয় হলো মহিলাদের সিঁদুর খেলা। শুধু রাজধানী আগরতলা নয় দুর্গাবাড়িতে সিঁদুর খেলতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মহিলারা। পুজো শেষের পরেই মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন। অপর দিকে দশমী ঘাটে সকালেই কিছু বাড়ির প্রতিমার বিসর্জন হয়ে গেছে।

এত কিছুর মাঝেও আজ বিষণ্ণ সকলের মন । মা আজ পাড়ি দিলেন কৈলাসে। পুজোর এক দিনগুলি যে কিভাবে কেটে গেলো তা সত্যি বোঝা গেলোনা বললেই চলে। আবার সেই একটা বছরের অপেক্ষা। আর আজ থেকেই শুরু হয়ে গেলো আগামী বছরের পুজোর দিন গোনা।

error: Content is protected !!