ত্রিপুরা মেডিকেল কলেজকে AIMS এ অন্তর্ভুক্তি করতে হবে! নীতি আয়োগের কাছে প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর

আগরতলাঃ ত্রিপুরা মেডিকেল কলেজকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। নীতি আয়োগের চিন্তন শিবিরের টেকন্যিকাল সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , “রাজ্যের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির জন্য AIMS এর মতো পরিকাঠামোর প্রয়োজন  আছে । কিন্তু রাজ্যের আর্থিক অবস্থার জন্য সেই পরিকাঠামো তৈরী করা সম্ভব হচ্ছেনা । তাই রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজের পরিকাঠামোর উন্নয়ন করে এইমসে অন্তর্ভুক্তি করতে হবে”।তিনি নীতি আয়োগকে অনুরোধ করেন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরী করে স্বাস্থ্যসেবাকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

 পাশাপাশি ত্রিপুরার মডার্ন স্বাস্থ্য পরিষেবার সুবিধা  যাতে  পার্শ্ববর্তী দেশের মানুষ পায় তার জন্য বাংলাদেশের কুমিল্লা জেলাতে একটি ভিসা সেন্টার শুরু করার প্রস্তাব দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

error: Content is protected !!