ঝাড়খণ্ড নির্বাচন: পিস্তল বের করে প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর হামলা

পরিস্থিতি তীব্র উত্তেজনাময়। ডাল্টনগঞ্জের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি পিস্তল বের করলেন বুথের সামনে। তাঁর দাবি, হামলায় নিজের রক্ষা করেছি।
ঘটনার তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এর আগে বুথে ঢুকতে গেলে ত্রিপাঠি-কে বাধা দেয় কয়েকজন। অভিযোগ তারা বিজেপি কর্মী। তখন রক্ষীরা বন্দুক উঁচিয়ে তেড়ে যান।

তারপরে নিজেই পিস্তল বের করেন প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠি। তাঁকে ঘিরে রাখেন রক্ষীরা। সব মিলে সকাল থেকে মাওবাদী হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ডাল্টনগঞ্জের কিছু এলাকায়।

ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির উপর হামলা করতে এসেছিল কয়েকজন। ঘটনাস্থল কোশিয়ারা বুথ। কংগ্রেসের অভিযোগ, হামলাকারীরা বিজেপি কর্মী সমর্থক।

বুথের সামনেই আক্রান্ত প্রাক্তন মন্ত্রীর রক্ষীরা বন্দুক উঁচিয়ে ধরেন ভিড়ের দিকে। সেই দেখে ছত্রভঙ্গ হয় হামলাকারীরা। কোনওরকমে প্রাক্তন মন্ত্রী ত্রিপাঠি-কে বুথ থেকে সরান রক্ষীরা।

নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মহাজোট করেছে জেএমএম-কংগ্রেস-আরজেডি। জোটের প্রার্থী হয়েছেন ত্রিপাঠি। তাঁর উপর হামলার আশঙ্কা আগেই করেছিল বিভিন্ন মহল।

ডাল্টনগঞ্জেই বিজেপির প্রার্থী ড. অলোক চৌরাশিয়া। অভিযোগ, বিজেপির একাংশ সমর্থক যেভাবে বুথে ঢুকতে বাধা দিয়েছে তাতে তারা রিগিং চালাচ্ছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

error: Content is protected !!