জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াই উত্তপ্ত মিল্কি এলাকা

হক জাফর ইমাম(মালদা) জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াই উত্তপ্ত মালদা মিল্কি এলাকা। ঘটনার খবর পেয়ে মালদা মিল্কি ফাঁড়ির পুলিশ দুপক্ষের লড়াই নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন মালদা মিলকি ফাঁড়ি ইনচার্জ সহ দুই পুলিশ কর্মী। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলকি ফাঁড়ি থেকে একটু দূরত্বে আড়াই কাঠা জমির ওপর একটি পুরোনো বাড়ি আছে। এই জমির মালিক ছিলেন দেবু শেঠ। দেবুবাবুর পারিবারিক সূত্রে সেই জমির মালিকানা বর্তমানে মণ্টু শেঠের হাতে। মণ্টু শেঠের আড়াই কাঠা জমি ও বাড়ির দখল নেয় নিজাম শেখ। মিলকিতে নিজাম শেখের বেশ আধিপত্য রয়েছে। মণ্টুবাবু কোনোমতেই সেই জমি থেকে নিজাম শেখের লোকজনদের উচ্ছেদ করতে পারছিলেন না। দেবুবাবু বাধ্য হয়েই আদালতের শরণাপন্ন হন। এরপরেই স্থানীয় আনোয়ার হোসেন, শেখ হাইয়ুল, শেখ সোহিমরা সেই জমি কিনে নেন। এদিন সেই জমি থেকে নিজাম শেখের লোকেদের উচ্ছেদ করতে যায় আনোয়ার, হাইয়ুলের দলবল। সেই সময় দুপক্ষের বচসা থেকেই শুরু হয় ইটবৃষ্টি। ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের ছোঁড়া ইটে আহত হন মিলকি ফাঁড়ির ইনটার্জ গিয়াসুদ্দিন আহমেদ সহ দুই পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁদের মিলকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাঁদের মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে মিলকি ছুটে যান মালদা
ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু। ঘটনাস্থলে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। বর্তমানে ঘটনাস্থল মিলকি থমথমে পরিবেশ

error: Content is protected !!