জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এক মহিলা, তারপর যা দেখলেন………..

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) লক্ষী পূজার দিন ফাঁসিতে আত্মহত্যা করলো বৃদ্ধ। ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহামুনি কালাছড়ার বাসিন্দা সুরেন্দ্র মজুমদারের ছেলে বাদল মজুমদার(৫৫) ফাঁসিতে আত্মহত্যা করেন । তিনি একজন পেশায় একজন কৃষক। আজ ঘরে ঘরে চলছে কোজাগরী লক্ষীপূজা। এই পূজার দিনে আনুমানিক সকাল ৯টার দিকে ঘর থেকে বেরোন বাদল মজুমদার । কিন্তু পরবর্তী সময় গ্রামের এক মহিলা গরুর জন্য কাঁচা ঘাস কাটতে গিয়ে দেখে পার্শবর্তী আমবাগানে তার দেহ ঝুলন্ত অবস্থায় আছে। এই দেখে তিনি চিৎকার শুরু করেন। ওনার চিৎকার শুনে গ্রামের লোকজন জোরো হয় এবং শান্তির বাজার থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর থানায় কর্তব্যরত পুলিশ গিয়ে বাদল মজুমদার দেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন । গ্রামের লোকজন থেকে জানা যাই বাদল মজুমদারের ছেলে গত ৬বছর আগে একইভাবে আত্মহত্যা করে । ঘরে বাদল মজুমদারের সহধর্মিনী ও বৌমা ছিল। জানা যায় তার সাথে বৌমার প্রায়ই মতবিরোধ হতো । এই বিবাদকে মীমাংসা করার জন্য অনেকবার সালিশি সভা ডাকা হয়েছিল । আজকের এই মৃত্যুর পিছনে অনেকেই পারিবারিক কলহের কারণ বলে অনুমান করছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় মৃত্যুর পিছনে কি কারণ তা উদ্ঘাটন করতে পুলিশ কতটা সাফল্য অর্জন করে।

error: Content is protected !!