জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের উদ্যোগে চারটি শ্রেণিকক্ষের কাজের শিলান‍্যাস।

হক জাফর ইমাম(মালদা) মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের উদ্যোগে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে মালদা জেলার রতুয়া ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের ঘুরঘুরমনি প্রাথমিক বিদ্যালয়ের চারটি শ্রেণিকক্ষের কাজের শিলান‍্যাস করা হয়।কয়েক বছর ধরেই দাবি ছিল ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের, এই দাবি বারবার পেশ হয়েছে প্রশাসনের নিকট। অবশেষে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ পায়েল খাতুন এর উদ্যোগে। এদিন নারকেল ফাটিয়ে স্কুলের চারটি শ্রেণিকক্ষের কাজের শিলান‍্যাস করেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ পায়েল খাতুন। জানা যায় এই মর্মে বৃহস্পতিবার বিদ্যালয় চত্তর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায় এই বিদ্যালয়ের সংখ্যা অনেকটাই বেশি কিন্তু শ্রেণিকক্ষের সংখ্যা অনেক কম ছিল। তাই শ্রেণিকক্ষ বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তাদের এই দাবি পূরণ হলো। এদিকে দীর্ঘ দিনের এই দাবি পূরণ হওয়ায় পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন ছাত্র ছাত্রী স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা।

error: Content is protected !!