জনপ্রতিনিধিদের নিরাপত্তা না থাকলে জনসাধারনের নিরাপত্তা কোথায়?

আগরতলাঃ ত্রিপুরার যে আইনের শাসন যে নেই, জঙ্গলের শাসন যে বিস্তার করে চলেছে তা জনপ্রতিনিধিদের উপর পর পর এই আক্রমনের ঘটনাবলী আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জনপ্রতিনিধিদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোনস্তরে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় । অবিলম্বে আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে ও উপযুক্ত শাস্তি দিতে হবে। রাজনগর ও বাগমায় সিপিআইএম বিধায়ক ও প্রতিনিধিদের উপর আক্রমনের ঘটনার তীব্র নিন্দা করে এক বিবৃতি জারি করে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার।

error: Content is protected !!