ছাত্রছাত্রীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার

আগরতলাঃ  বিগত বাম সরকারের আমলেই রাজধানীর পুরোনো জেলখানার ভিতর একটি এডুকেশন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিলো । প্রথমে ঠিক ছিলো যে সেখানে একটি ইংলিশ মিডিয়াম কলেজ তৈরি করবে রাজ্য সরকার । কিন্তু পরবর্তী সময়ে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখনও ঠিক হয়নি সেই বিল্ডিংএ কলেজ তৈরি হবে না বিশ্ববিদ্যালয় । ১৫ কানি জায়গার মধ্যে তৈরি হচ্ছে এই বিল্ডিং । ইতিমধ্যেই কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে । বিগত বাম সরকারের আমলেই এলাকার বয়স্ক  নাগরিকদের দাবী ছিলো পুরোনো জেলখানার যে  বিরাট ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি রয়েছে সেটা যাতে বিলিন হয়ে যায় । সেই মত রবিবার এলাকার বয়স্ক নাগরিকদের দাবী মেনে জেলখানার মাঠে  বিল্ডিং তৈরির কাজ ক্ষতিয়ে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন  “এলাকার বয়স্ক নাগরিকদের দাবী ছিলো জেলখানার ঐতিহ্য যাতে নষ্ট না হয়। রাজ্য সরকার সেইদিকে লক্ষ্য রেখেই কাজ করছে ।  বিভিন্ন পার্ক,মিউজিয়ামের মাধ্যমে যাতে পুরোনো ঐতিহ্য ধরে রাখা যায় সেটাও ভাবনা চিন্তা করছে সরকার। পুরোনো জেলখানার ঐতিহ্য বজায় থাকবে কোন অসুবিধা হবেনা ।  শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনাদয় সাহা। নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয় যাই তৈরি হোক এতে উপকৃত হবে রাজ্যের ছাত্রছাত্রীরা।