কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ৩.৬ লাখ কোটি টাকা চাইনি: ডিইএ সচিব

ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকার বলেছে, তারা  রিজার্ভ ব্যাংক থেকে ৩.৬ লাখ কোটি টাকা চাইনি, তবে রিজার্ভ ব্যাংকের উপযুক্ত অর্থনৈতিক মূলধন কাঠামো তৈরী করার জন্য আলোচনা চলছে ।

অর্থনীতি বিষয়ক সচিব সুভাষচন্দ্র গরগ টুইট করেছেন, “অনেকগুলি ভুল ধারণা মিডিয়ার মধ্যে চলছে । সরকারের আর্থিক হিসাব সম্পূর্ণরূপে রিজার্ভ ব্যাংকের নজরে আছে । আরবিআইয়ের কাছে কেন্দ্রীয় সরকারকে ৩.৬ লাখ থেকে ১ লাখ কোটি টাকা দেওয়ার কোনো প্রস্তাব নেই।”

তিনি বলেন, “যে প্রস্তাবটি আছে সেট হলো আলোচনার মাধ্যমে রিজার্ভ ব্যাংকের উপযুক্ত অর্থনৈতিক মূলধন কাঠামো ঠিক করা।” সরকারের আর্থিক হিসাব সম্পর্কে আস্থা প্রকাশ করে তিনি বলেন, অর্থবছরের শেষে ৩১শে মার্চ ২০১৯-এ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৩.৩ শতাংশ বজায় থাকবে।

তিনি আরও বলেন, “২০১৩-১৪ অর্থবছরে সরকারের আর্থিক রাজস্ব ঘাটতি ছিল ৫.১ শতাংশ। ২০১৪-১৫ সাল থেকে সরকার এর পরিমাণ কম করতে সফল হয়েছে। আমরা ২০১৮-১৯ অর্থবছরের ৩.৩ শতাংশ আর্থিক রাজস্ব ঘাটতির মাত্রার লক্ষপূরণ করবো। সরকারের বাজারে  ৭০,০০০ কোটি টাকা ধার আছে।“

error: Content is protected !!