কল্যানপুরে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ৩

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) যান দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রাজ্যবাসীর। পুজোর দিনগুলিতে রাজ্য জুড়ে একাধিক যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তারপরেও যেন হুঁশ ফেরেনি যানবাহন চালকদের। মঙ্গলবার সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কল্যানপুর থানা এলাকার গোপালনগর সড়কের উপর। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এলাকাবাসীরা জানিয়েছেন যে, ওই তিন যুবক বাইকে করে তেলিয়ামুড়া থেকে কল্যানপুরের দিকে যাচ্ছিলো। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে বাইকের চালক স্থানীয় একটি টেলিফোনের খুঁটিতে এসে সজোরে ধাক্কা মারে।  বাইকের গতিবেগ খুব বেশী থাকায় বাইকে থাকা তিনযুবক গিয়ে ছিটকে পড়ে রাস্তায়। এই ঘটনার খবর শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এসে খবর দেয় দমকল কতৃপক্ষকে। দমকল কতৃপক্ষ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ এসে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু রাজ্য সরকার যানবাহন চালকদের এতবার সতর্ক করলেও কেন তাঁরা সতর্ক হচ্ছেন না এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here