একদিনে করোনায় রেকর্ড মৃত্যু, আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই

দেশে ফের রেকর্ড হারে করোনা সংক্রমণ। একদিনে করোনায় মৃত্যু হল ৮৩ জনের। এটাই এখন পর্যন্ত দেশে সর্বাধিক একদিনে মৃত্যু বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

পরিসংখ্যান জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত ৩৯ হাজার ৯৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩০১ জনের। সুস্থ হয়ে উঠেছেন অথবা দেশে ফিরে গিয়েছেন এমন মানুষের সংখ্যা ১০ হাজার ৬৩৩ জন। অর্থাৎ বর্তমানে দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ২৮ হাজার ৪৩৬ টি।

দেশে এখন পর্যন্ত সবেচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে। এই রাজ্যেই করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৫২১ জনের। আক্রান্ত ১২ হাজারের বেশি। এরপরেই নাম রয়েছে গুজরাতের। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের। এরপরেই এই তালিকায় রয়েছে নয়াদিল্লির নাম। রাজধানীতে করোনা আক্রান্ত ৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬২ জনের।

error: Content is protected !!