এই প্রথমএত সুন্দর প্রতিমা নিরঞ্জন দেখলো মালদা

হক জাফর ইমাম(মালদা)  মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এই প্রথম মালদা শহরের মহানন্দা নদীতে অর্থাৎ শহরের রামকৃষ্ণ মিশন ঘাট সহ ছয়টি ঘাটে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয় । পাশাপাশি মালদা ইংরেজবাজার পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে সুন্দর আলোক সজ্জার ব্যবস্থা করা হয় । ইংরেজবাজার পৌরসভা পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের এই উদ্যোগে খুশি পুজো উদ্যোক্তারা।

 মালদা শহরে এতদিন প্রতিমা নিরঞ্জনের জন্য কোনও ঘাটেয এত সুন্দর ব্যবস্থা ছিল না । এবছরের প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটের ব্যবস্থা করে  ইংরেজবাজার পৌরসভা । এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা নিরঞ্জন এবং  এছাড়া প্যান্ডেল ,লাইট, সিভিল ডিফেন্স পৌরসভার কর্মীসহ বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল । দশমীর পর থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয় সর্বজনীন পুজোর প্রতিমাগুলো বিসর্জনের জন্য সময়সীমা বাধা ছিল সোমবার পর্যন্ত । সোমবার শাসনের সময়সীমা মেনে আজ সম্পূর্ণ হয় দুর্গাপুজোর বিসর্জনের পর্ব  । পুজো বিসর্জনে সুন্দর ব্যবস্থার ও সুন্দর লাইটিংয়ের ব্যাপারে মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মালদা ইংরেজবাজার পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরে মহানন্দা নদীতে অর্থাৎ মালদা মিশন ঘাট সহ ছটি ঘাটে প্রতিমা নিরঞ্জনের সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থা করা ও সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে । বিভিন্ন এলাকার প্রতিমা আসছে নিরঞ্জনের জন্য। মালদা ইংরেজবাজার পৌরসভা দেড়শ বছর পূর্তি  হওয়ার জন্য বহু পুজো কর্তৃপক্ষ সাড়া দিয়েছে। পৌরসভা নিজের উদ্যোগেই সম্পূর্ণ অনুষ্ঠান করছে এবং পৌরবাসীরা খুব খুশি আজ সরকারিভাবে প্রতিমা নিরঞ্জনের শেষ দিন ছিল কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত মালদা শহরে ঘটেনি সুন্দর ভাবেই প্রতিমা নিরঞ্জন এর অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here