আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই- মোদী

“আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।” ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০২ তম জন্মবার্ষিকীতে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশের প্রাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং,সাংসদ রাহুল গান্ধী,সোনিয়া গান্ধী ক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০২ তম জন্মবার্ষিকী । প্রধানমন্ত্রী ছাড়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

মঙ্গলবার সকালে দিল্লির শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান  সোনিয়া গান্ধী। তিনি ছাড়াও মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায় ও কংগ্রেসের অন্যান্য নেতা-নেত্রীরা ইন্দিরা গান্ধীর স্মৃতিফলকে শ্রদ্ধা জানান।এদিন কংগ্রেস দলের তরফ থেকে ট্যুইটে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “জন্মবার্ষিকীতে আমরা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর ইচ্ছে ও একাগ্রতা আমাদের দেশকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও বিদেশনীতিতে তাঁর বিশেষ অবদান রয়েছে।”

error: Content is protected !!