আমরা জানি দাবী কিভাবে আদায় করতে হয়!

নয়াদিল্লীঃ “আমাদের দাবী যদি আপনি পূরন না করেন তাহলে আমরা জানি কিভাবে দাবী আদায় করতে হয়। এটি অন্ধ্রের মানুষের মর্যাদার প্রশ্ন। সেই মর্যাদার ওপরে আঘাত এলে আমরা তা সহ্য করবোনা।“  সোমবার দিল্লীতে অন্ধ্রভবনের সামনে অনশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সুর চড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশকে দিতে হবে বিশেষ রাজ্যের মর্যাদা। সেই দাবী নিয়েই লোকসভা ভোটের আগে ফের একবার দিল্লীতে ধর্নায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী।  ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়। সেই সময় কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিলেন যে অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু চন্দ্রবাবু নাইডুর অভিযোগ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী।  অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই ধর্না নিয়ে রবিবার অন্ধ্রের জনসভা থেকে চন্দবাবু নাইডুকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যেকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে বিপুল টাকা বিনিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতির বদলে ছেলের উন্নতি করেছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, আপনি দল বদল করার ক্ষেত্রে সবার আগে। যে কোন দলের সঙ্গে জট করার আগেও আগে। পেছন থেকে ছুরি মারার ক্ষেত্রেও আপনি এগিয়ে। এমনকি আপনার নিজের শ্বশুরকেও ছাড়েননি।  অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবীতে একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে জমা দেবের মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!