আজ থেকেই শুরু বাঙালীর প্রেম

 স্টাফ রিপোর্টারঃ আজ মহাষ্টমী। মায়ের কাছে অঞ্জলী দেওয়ার জন্য বিভিন্ন পূজা মন্ডপ গুলিতে ঢল নেমেছে সকালে। সপ্তমীতে সারা রাত ঠাকুর দেখার পর ঘুম ঘুম চোখ নিয়েই মহাষ্টমীর সকালে শাড়িতে বঙ্গ নারী সেজে মন্ডপে হাজির মেয়েরা । পিছিয়ে নেই  ছেলেরাও। সকাল সকাল স্নান করে ধুতি,পাঞ্জাবি পড়ে তারাও হাজির মন্ডপে মায়ের কাছে অঞ্জলি দিতে। পুজোর বাকি দিনগুলিতে শাড়ি না পড়লেও মহাষ্টমীর সকালে শাড়ি পড়া চাই বাঙালী মেয়েদের। অনেকে আবার মহাষ্টমীর দিনটাকে বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে ও বলে থাকে। মায়ের পায়ে অঞ্জলির ফুল দেওয়ার নাম করে নিজের পছন্দের মানুষের গায়ে ফুল ছুঁড়ে দেওয়া , অথবা আড় চোখে নিজের প্রিয় মানুষটিকে একবার দেখে নেওয়া এই সব মহাষ্টমীর সকালেই দেখা যায় বিভিন্ন মন্ডপে। অনেকে আবার বলে থাকেন বাঙালীর প্রেমও নাকি শুরু হয় মহাষ্টমীতে মায়ের সামনে থেকে।

  মা দুর্গার কাছে অঞ্জলী দেওয়ার পরেই   প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে গেছেন সকলেই৷ কারন হাতে এর মাত্র একটা দিন। তারপরেই কৈলাসে ফিরে যাবেন উমা। তাই এর সময় নষ্ট না করে সকাল থেকেই মন্ডপমুখী বাঙালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here