আগামী ৭ মে থেকে ঘরে ফেরানো হবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের : কেন্দ্র

 পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের ফেরাতে আন্তঃসীমা আগেই খুলে দেওয়া হয়েছে। এবার বিদেশে আটকে থাকা ভারতীয়দের আনতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ৭ মে থেকে বিদেশে আটকে থাকা ভারতীয়দের আনার ব্যবস্থা করা হবে।

জানা যাচ্ছে, জাহাজ এবং বিমানে আনা হবে আটকে পড়া ভারতীয়দের। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মেনেই বন্দোবস্ত করা হচ্ছে সব কিছু। ইতিমধ্যে  বিভিন্ন দেশের দূতাবাস এবং হাই কমিশনারগুলিকে তালিকা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই সব ভারতীয়দের দেশে ফেরাতে বাণিজ্যিক বিমানের সাহায্য নেওয়া হতে পারে। এর জন্য টিকিটের দামও নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

error: Content is protected !!