২৪ ঘন্টা বনধের মধ্যেই আটক ২ জঙ্গি! গনধোলাই জনতার

সঞ্জিত কৈরি(অসম) ৫ জনকে হত্যার প্রতিবাদে ১৪টি সংগঠনের ডাকে ২৪ ঘন্টার বনধ পালিত হচ্ছে অসমে। গোটা রাজ্য জুড়েই পড়েছে বনধের প্রভাব। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এর মধ্যেই  শিলচরের জয়পুরের পার্শ্ববর্তী হরিনগরে ধরা পড়ল দুজন জঙ্গি। স্থানীয় সূত্রে খবর প্রতিবারের মত শনিবারেও জঙ্গিরা সাধারন মানুষের কাছ থেকে টাকা তুলতে এসেছিলো। স্থানীয়দের কাছ থেকে টাকা তুলতে গেলেই উত্তেজিত জনতা জঙ্গিদের ঘিরে ধরে উত্তমমধ্যম দেয়। ব্যাপক মারধোর করা হয় ওই জঙ্গিদের। খবর  পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর জাওয়ানরা। জনতার মধ্যে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এরা কোন সংগঠনের তা স্পষ্ট হয়নি। তাদের কাছ থেকে  উদ্ধার হয়েছে অনেক অস্ত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here