২৪ ঘন্টার বনধে ব্যাপক প্রভাব বরাক উপত্যকায়

কিষান কুমার মালিঃ অসমের তিনসুকিয়াতে পাঁচজনকে হত্যার প্রতিবাদে শনিবার ১৪টি সংগঠনের ডাকা ২৪ ঘন্টা বনধে সমগ্র বরাক উপতক্যা জুড়ে বনধের ব্যাপক প্রভাব পড়েছে। করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলায় বনধ সর্বাত্মক সফল হয়েছে। গ্রেপ্তার হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। কংগ্রেস বিজেপি সহ ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন বাঙালি হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে। অসম আগরতলা জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। শিলচর থেকে আগরতলা গামী ট্রেন বন্ধের ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। চিকিৎসাজনিত কারণে ত্রিপুরার জনগন অসমের মাকুন্দা বা শিলচরে যাবার পথে মাঝ রাস্তায় আটকে পড়েছেন।

স্কুল কলেজ, দোকানপাট সবকিছুই বন্ধ ছিলো। বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ১২ ঘণ্টা বন্ধ সর্বাত্মক সফল হয়েছে তা বলাই যায়। বনধের ফলে অসম- ত্রিপুরা উভয় সীমান্তেই পণ্যবাহী লরির লম্বা লাইন দেখা গেছে। শেষ খবর পাওয়া অবধি বরাক উপত্যকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

error: Content is protected !!